রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে কুষ্টিয়ায় কৃষক দলের পদযাত্রা
2
0
2,193 Visningar·
26/07/25
২৬ জুলাই, কুষ্টিয়ার কুমারখালিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে পদযাত্রা করেছে কেন্দ্রীয় কৃষক দল।
কেন্দ্রীয় নেতা হাফেজ মঈন উদ্দিনের নেতৃত্বে রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই পদযাত্রা শুরু হয়।
তিনি বলেন, “আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি নিজেও কুমারখালির সন্তান। তাই আবরারের স্মৃতিকে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই।”
পদযাত্রায় কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
Visa mer
0 Kommentarer
sort Sortera efter
