নারায়নগঞ্জের শিমরাইল মোড়ে শতাধিক বাস কাউন্টারের স্বেচ্ছাচারিতায় যাত্রীদের ভোগান্তি
2
0
21 Ansichten·
09/05/25
Im
National
নারায়নগঞ্জের শিমরাইল মোড়ে শতাধিক বাস কাউন্টারের স্বেচ্ছাচারিতায় যাত্রীদের ভোগান্তি, রাস্তা আটকে যাত্রী উঠানোয় হরহামেশাই লেগে থাকে দীর্ঘ যানজট।
রাজধানী থেকে আসা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় (চিটাগাংরোড) যাদের গন্তব্য, তারা নিত্যদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন। সওজের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা বাস কাউন্টারগুলো, মহাসড়কের যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠাচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের শিকার হচ্ছেন, এই সার্ভিস লেনটি ব্যবহার করা যাত্রীরা। সাধারণ মানুষ এ বিষয়ে ট্রাফিক পুলিশের গাফলতিকে দায়ী করছেন। তারা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও কঠোর ভূমিকা কামনা করছেন।
Zeig mehr
0 Bemerkungen
sort Sortiere nach