কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে ফুটপাত দখল করে দোকান তীব্র যানযট : জন ভোগান্তি
ভান্ডারিয়াতে ফুটপাত দখল করে তীব্র যানযট: জন ভোগান্তির সৃষ্টি।
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অনেক দোকান। বিশেষ করে কাঁচা বাজারের দোকান এবং স্থায়ী দোকানদাররা ফুটপাতে মালামাল কৃত্রিম সংকটের সৃষ্টি করেছেন। এতে প্রায় সময় তীব্র যানজট ও পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে। দেখার যেন কেন নেই কেউ নেই। তবে এখানে ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসন তদারকিতে আসলে তখন বড় বাজার হওয়াতে ১০ মিনিটের মধ্যে এই দোকানগুলো নাই হয়ে যায়। পরে অভিযান শেষ হলে আবার স্থানান্তরিত হয়ে যায় দোকানগুলো। এজন্য চোর পুলিশ খেলা চলছে। তবে দোকানেদের সাথে কথা বলে জানা যায় যে পর্যাপ্ত জায়গা না পায় তারাই ফুটপাত দখল করে এ দোকান পরিচালনা করছে। সরকারিভাবে কোন উদ্যোগ নেওয়া হলে বা তাদের নির্দিষ্ট কোন জায়গা হলে এমনটি হতো না।তারা যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।