Up next

মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ

2,103 Views· 11/04/25
Md.shamimul haque
Md.shamimul haque
Subscribers
0
In Crime

⁣নাগরপুরে তৃতীয় শ্রেণীর মাদ্রাসার ছাত্রকে বলাৎকার,অভিযুক্ত গ্রেফতার


টাঙ্গাইলের নাগরপুরে ৩য় শ্রেণীর ছাত্রকে একা ধিক বার বলাৎকার করেছে মো.রিজওযান উদ্দিন ওরফে রুমন (২০)গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনতুল উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটে। সে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম আমিনীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিমের মাতা বাদী হয়ে নাগরপুর থানায় অভিযোগ দিলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করেন।আজ শুক্রবার ১২ টায় নাগরপুর থানার ওসি তার অফিস কক্ষে এক প্রেস রিলিজের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Show more

 0 Comments sort   Sort By