close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Up next

বাজিতপুরে চারবাড়ি জামে মসজিদ ও দারুল উলুম মাদ্রাসার জমিতে ভবন নির্মাণ ও মাঠ ভরাটে সহায়তা চায় শিক্ষক-

21 Views· 30/09/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 Subscribers
3

⁣কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার চারবাড়ি জামে মসজিদ ও দারুল উলুম মাদ্রাসায় ২০৭ জন কোমলমতি ছাত্র পড়াশোনা করছে। মসজিদ ও মাদ্রাসা একই ভবনে থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসিক ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসার বরাদ্ধকৃত জমি মূলত পরিত্যক্ত পুকুর। আগে এলাকাবাসী প্রশাসনের অনুমোদন নিয়ে আর্থিক সহায়তার মাধ্যমে বাল্কহেড থেকে বালু কিনে জমি ভরাটের ব্যবস্থা করেছিলেন মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে কিছুটা ভরাট করার পর তা আবারও বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।

মাদ্রাসার শিক্ষকরা জানান, খেলার মাঠ, আবাসিক ভবন এবং কবরস্থানের জায়গা ভরাট করা অতি জরুরি। জমি না ভরাট হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা, শারীরিক অনুশীলন ও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের পড়াশোনা ও সার্বিক বিকাশকে প্রভাবিত করছে।

এই পরিস্থিতিতে চারবাড়ি জামে মসজিদ ও দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠ ভরাট ও ভবন নির্মাণে উপজেলা প্রশাসনসহ সমাজের দানশীল ব্যক্তিদের মানবিক সহায়তা কামনা করেছেন।

Show more

 0 Comments sort   Sort By


Up next