- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
"মৃত্যুফাঁদ" ভান্ডারিয়ার টিএনটি রোড: নিম্নমানের নির্মাণ ও কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাণহান
ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে ঐতিহাসিক বাজারে প্রবেশের প্রধান পথ—নাইয়াবাড়ি রোড বা টিএনটি রোড—আজ এক বিপজ্জনক 'মৃত্যুফাঁদে' পরিণত হয়েছে। বিগত সরকারের সময়ে তৈরি হলেও, নিম্নমানের কাজের কারণে রাস্তাটি দ্রুতই ভেঙেচুরে গেছে। শুধু রাস্তাই নয়, এর সঙ্গে থাকা অন্তত ৮ থেকে ১০টি ড্রেনের ঢাকনা সম্পূর্ণ উধাও বা ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারমুখী পণ্যবাহী ভারী ট্রাক চলাচল এবং ব্যাপক পথচারীর আনাগোনা সত্ত্বেও এই প্রধান সড়কের বেহাল দশা কারও নজরে আসছে না। এই পথ দিয়ে প্রতিদিন ভান্ডারিয়ার আশেপাশের উপজেলা থেকে আসা শত শত মানুষ যাতায়াত করে। খোলা ড্রেনগুলো এবং ভাঙা রাস্তা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা।
স্কুল শিক্ষার্থীদের ঝুঁকি:
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই রাস্তার পাশেই রয়েছে ভান্ডারিয়া মডেল স্কুল। প্রতিদিন অসংখ্য কোমলমতি শিশু এই বিপজ্জনক পথ পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সচেতন মহল মনে করছেন, সামান্য অসাবধানতার ফলেই যেকোনো শিশু বা পথচারী খোলা ড্রেনে পড়ে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার জন্ম দেবে।
পৌরসভার টোল আদায়, সংস্কারে অনীহা:
ক্ষুব্ধ স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার আওতাধীন। পৌর প্রশাসন নিয়মিত টোল আদায় করলেও, রাস্তার সংস্কারে তাদের কোনো আগ্রহ নেই। ড্রেনের ঢাকনা না থাকা স্থানগুলোতে স্থানীয়রাই আলগা কাঠ বা বস্তা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন, যা একটি সাময়িক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমাধান।
নিম্নমানের কাজের জন্য রাস্তাটির এই দুরাবস্থা—ভাঙন, গর্ত এবং খোলা ড্রেন—সব মিলিয়ে এটি এখন একটি নীরব ঘাতক। স্থানীয় জনগণ দ্রুত এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করে নাইয়াবাড়ি (টিএনটি) রোডটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। জনস্বার্থে অতি দ্রুত এই সড়কের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা।