close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Up next

ভারতের ঐতিহ্য সর্বদা নারীশক্তিকে সম্মান দিয়েছে": যোগী আদিত্যনাথ

9 Views· 01/10/25

⁣উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নারীশক্তির (Nari Shakti) গুরুত্ব এবং ভারতীয় ঐতিহ্যে তাদের উচ্চস্থান নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বুধবার (১ অক্টোবর, ২০২৫) নিজের ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে তিনি বলেন যে, ভারতের পরম্পরা প্রতিটি যুগেই নারীশক্তিকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এসেছে।


নিজের পোস্টে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দিতে লেখেন, "প্রত্যেক যুগে ভারতের ঐতিহ্য নারীশক্তিকে সম্মান দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধার ভাব রেখেছে..."। তার এই অসম্পূর্ণ বাক্যটি একটি দীর্ঘ ভাষণের অংশ বলে মনে করা হচ্ছে, যা তিনি সংযুক্ত ভিডিওতে প্রদান করেছেন।


ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন। তার এই বার্তাটি এমন এক সময়ে এলো যখন দেশজুড়ে নারী সুরক্ষা এবং ক্ষমতায়ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।


যোগী আদিত্যনাথের এই মন্তব্যকে ভারতের সাংস্কৃতিক মূল্যবোধের এক শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। তিনি প্রায়শই তার ভাষণে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। নারীশক্তিকে সম্মান জানানোর এই ঐতিহ্যকে সামনে এনে তিনি বর্তমান সমাজকে নারীদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে এবং বহু ব্যবহারকারী এর সমর্থনে মন্তব্য করেছেন।

Show more

 0 Comments sort   Sort By


Up next