কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
কুমিল্লার গৌরীপুরে ২০ বছরের চলাচলের রাস্তা দখল, দুর্ভোগে শতাধিক পরিবার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, পশু হাসপাতালের পূর্বে শান্তি নিবাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ দিয়ে উত্তর-দক্ষিণমুখী পাকা সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াত পথ ছিল। রাস্তার দুই পাশে রয়েছে আবাসিক বাড়িঘর, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস। প্রায় ৭০-৮০টি পরিবারের দৈনন্দিন চলাচল এই পথের উপর নির্ভরশীল।
জানা যায় শোলাকান্দী গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে নাছিমুল হক, নজরুল ইসলাম ও সেলিম মোল্লার যোগসাজশে দলিলের ভুল ব্যাখ্যা দেখিয়ে জোরপূর্বক রাস্তাটি দখল করেছেন। এমনকি সেখানে একটি দোকান নির্মাণ করে যাতায়াতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নাছিমুল হক ও তার সহযোগীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
অভিযুক্তদের দাবী এখানে কোনো সরকারি রাস্তা নেই, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা জানান, “ভাইয়েরা জায়গা বিক্রি করেছে, তবে রাস্তা অবশ্যই দিতে হবে। কিন্তু তারা দলিলে রাস্তার উল্লেখ করেনি।
ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে দখলকৃত রাস্তা মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে হবে।