close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

⁣খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, পুলিশি তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ......

10,679 بازدیدها· 31/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشترکین
11
که در سیاست

খুলনায় জেলা ও মহানগর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, “সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে একটি মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভাঙা হলেও অপরটি ভাঙতে পারেনি, তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।”

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, “জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।”

প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তারা সাইনবোর্ড ভেঙে ফেলে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা ভয়ে আশেপাশে দৌড়াতে বাধ্য হই। গাড়ি ও দোকানপাটের সামনে অবরোধও দেখা যায়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়, যা শহরের পরিবেশকেও ব্যাহত করে।”

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলসহকারে আমাদের অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی