Следующий

জীবন হোক নদীর মতো

15 Просмотры· 23/08/25
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
Подписчики
0

⁣জীবনের প্রতিকূলতা বা কঠিন পরিস্থিতির সঙ্গে সরাসরি লড়াই না করে বরং সেগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া উচিত। সাগরের স্রোতের সঙ্গে লড়াই করে সাঁতার কাটার চেষ্টা করলে শক্তি ও সময় দুটোই নষ্ট হয়, কিন্তু যদি আমরা স্রোতের গতিকে ব্যবহার করি, তাহলে সহজেই গন্তব্যে পৌঁছানো যায়।

জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন - চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, অর্থনৈতিক মন্দা বা ব্যক্তিগত জীবনে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন। এই ধরনের পরিস্থিতিকে প্রতিহত করার চেষ্টা না করে মেনে নেওয়া এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।

কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, হতাশ না হয়ে বা তার বিরুদ্ধে গিয়ে শক্তি নষ্ট না করে, সেই পরিস্থিতি থেকে কীভাবে লাভবান হওয়া যায় তা ভাবুন। উদাহরণস্বরূপ, যদি আপনার চাকরি চলে যায়, তবে হতাশ হয়ে না পড়ে এই সময়টাকে নতুন কোনো দক্ষতা শেখা বা নিজের ব্যবসা শুরু করার সুযোগ হিসেবে দেখতে পারেন।

স্রোতের সঙ্গে চলতে হলে যেমন নমনীয় হতে হয়, তেমনি জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্য নমনীয় মনোভাব প্রয়োজন। আপনার পরিকল্পনা বা কৌশল পরিবর্তন করতে ভয় পাবেন না। যে পথটি খোলা আছে, সে পথেই এগিয়ে যাওয়া।

জীবনের প্রতিকূলতা বা কঠিন পরিস্থিতির সঙ্গে সরাসরি লড়াই না করে বরং সেগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া উচিত। সাগরের স্রোতের সঙ্গে লড়াই করে সাঁতার কাটার চেষ্টা করলে শক্তি ও সময় দুটোই নষ্ট হয়, কিন্তু যদি স্রোতের গতিকে ব্যবহার করি, তাহলে সহজেই গন্তব্যে পৌঁছানো যায়।

সাগরের স্রোতকে যেমন আমরা খারাপ শক্তি হিসেবে দেখি না, তেমনি জীবনের প্রতিকূলতাকেও নেতিবাচকভাবে না দেখে বরং একটি নতুন দিক বা সুযোগ হিসেবে দেখা। এটি শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে।

জীবনের সব বাধা-বিপত্তির সঙ্গে যুদ্ধ করা জরুরি নয়। অনেক সময় সেগুলোকে মেনে নিয়ে সেগুলোর গতিপথ ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий