close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

জামালগঞ্জে শহীদ সোহাগের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর

3,553 بازدیدها· 08/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشترکین
11
که در سیاست

সরকারবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জামালগঞ্জের শহীদ সোহাগ মিয়ার পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শহীদ সোহাগের মা রোকেয়া বেগম এবং ছোট ভাই বিল্লাল মিয়ার হাতে সঞ্চয়পত্র হস্তান্তর করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুন নূর।

উল্লেখ্য, শহীদ সোহাগ ছিলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার এক সাহসী তরুণ, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট "সরকার পতন দিবস" উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের গুলিতে প্রাণ হারান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শহীদ সোহাগ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছেন। সরকার তাঁর আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করছে। এই আর্থিক সহায়তা তাঁর পরিবারের প্রতি আমাদের রাষ্ট্রীয় দায়িত্ববোধের একটি প্রতিফলন।”

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی