দিনাজপুরে ৬ টি আসনে মনোনয়ন পত্র গ্রহন করলেন জামায়াতের ছয় প্রার্থী
0
0
4 צפיות·
26/12/25
ב
לאומי
দিনাজপুরে ৬ টি আসনে মনোনয়ন পত্র
গ্রহন করলেন জামায়াতের ছয় প্রার্থী
দিনাজপুর প্রতিনিধি :
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন
ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী ৬ টি আসনের ছয়জন প্রার্থী।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন ১ ( বীরগঞ্জ - কাহারোল)
আসনে মতিউর রহমান,
২ আসনে (বিরল - বোচাগঞ্জ) আফজালুল আনম, ৩ (সদর) আসনে এড্যাভোকেট মাইনুল আলম,৪ আসনে ( চিরিরবন্দর- খানসামা) আফতাব উদ্দিন মোল্লা, ৫ আসনে ( ফুলবাড়ী -পার্বতীপুর) আনোয়ার হোসেন, ৬ আসনে ( বিরামপুর -নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।
প্রার্থীরা উপস্থিত থেকে নিজ নিজ মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান সহ জামাতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
להראות יותר
0 הערות
sort מיין לפי