close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমেক এর সকল কর্মচারীবৃন্দ।
5
0
11 Bekeken·
28/04/25
বকেয়া বেতন দ্রুত পরিশোধের একদফা দাবিতে কর্মবিরতি করে আন্দোলন করছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল আউটসোসিং কর্মচারীবৃন্দরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে কুমেক ভবনের ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করছেন ১৫৩ জন আউটসোসিং কর্মচারীরা। কর্মচারীরা বলছেন -কুমেকে চতুর্থশ্রেনীর আউটসোসিং কর্মচারীরা দীর্ঘ ৭,৮ মাস যাবত বেতনভাতা পাচ্ছেন না। তাদের দাবী চাকুরীর নিশ্চয়তাসহ নিয়মিত বেতনভাতা দিতে হবে । একদফা একদাবি বকেয়া বেতন দিতে হবে,কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শ্লোগানে প্রকম্বিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
কর্মরত সকল আউটসোসিং কর্মচারীবৃন্দরা।
Laat meer zien
0 Comments
sort Sorteer op