close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রানজিট সুবিধায় প্রবাসীদের নিম্নমানের আপ্যায়ন, তীব্র প্রতিবাদ

23 بازدیدها· 14/03/25
আই নিউজ বিডি ডেস্ক
3,925
که در ملی

⁣ঢাকা – বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কানেক্টিং ফ্লাইটে প্রবাসীদের নিয়ে আসার সময় সাধারণত ৫ থেকে ৮ ঘণ্টার ট্রানজিট সময় থাকে, যা কখনো কখনো ১০-১২ ঘণ্টায় পর্যন্ত বাড়ে। দীর্ঘ সময় ধরে এয়ারপোর্টে থাকাকালীন, যাত্রীদের উপযুক্ত সুবিধা দেওয়ার পরিবর্তে নিম্নমানের খাবারের বিতরণ নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে।


প্রবাসীদের দেওয়া খাবারের প্যাকেটে ক্ষুদ্রাকৃতির মুরগির মাংস, অর্ধ সেদ্ধ পোলাও, লবণের ছোট প্যাকেট, গোলমরিচ গুঁড়ো, টুথপিক, ২৫০ এমএল পানির বোতল এবং কফি মেট প্রদান করা হয়। তবে, পানীয় হিসেবে গরম পানি বা গ্লাসের ব্যবস্থা না থাকায় যাত্রীদের উপযুক্ত আপ্যায়নের অভাব স্পষ্ট হয়েছে।


যাত্রীদের খাবার বিতরণ করা হয় BFCC থেকে প্যাকেট করে গাড়িতে নিয়ে ৬ নাম্বার গেটের মাধ্যমে ট্রানজিট এরিয়ায় প্রবেশ করানো হয়। সেখানে বিমান কর্মীরা একে একে হাতের মাধ্যমে খাবার বিতরণ করেন, কিন্তু চেয়ার বা টেবিলে বসার কোনো ব্যবস্থা নেই।


বিশেষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যারা রেমিট্যান্স প্রেরণ করেন – এদের জন্য এ ধরনের নিম্নমানের খাবার বিতরণকে নিয়ে ব্যাপক অসন্তোষ ও হতাশা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপর তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। প্রবাসীদের আর্থিক অবদান ও দেশের সম্মান রক্ষার ক্ষেত্রে এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় বলে দাবি জানানো হয়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی