আলোচিত বাপ্পী খুনের আসামি গ্রেফতারের দাবিতে কুতুবদিয়ায় মানববন্ধন
আলোচিত বাপ্পী খুনের আসামি গ্রেফতারের দাবিতে কুতুবদিয়ায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী মতিরবাপের পাড়ার আলোচিত বাপ্পী খুনের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নিহতের স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন নিহত বাপ্পীর পিতা কায়মুল হুদা ও মা রুজিনা আখতার। তারা অভিযোগ করে বলেন, “উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে গরীব ও অসহায় পরিবারের একমাত্র অবলম্বন বাপ্পীকে পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো এজাহারভুক্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি।”
তারা আরও বলেন, “আমরা এখন উল্টো আসামি পক্ষের হুমকির মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের জীবনও হুমকির মুখে পড়বে।”
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন নিরীহ যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।”
মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
📅 (০৩ নভেম্বর ২০২৫)
📍 কুতুবদিয়া, কক্সবাজার
