close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Breaking news

Al Mamun Gazi
51 Views · 4 months ago

⁣আমতলী কুয়াকাটা মহাসড়কের দুর্ঘটনা

Jewel Azzam
21 Views · 4 months ago

⁣মোঘল আমলের তিন শতাব্দীর লালবাগ শাহী মসজিদ

#history, #mosque #lalbagh #shahimosque #heritage

shahadat hossain Munsy
19 Views · 4 months ago

⁣হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।।
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে মঙ্গলবার হাজীগঞ্জ সার্ভিস সেন্টারে কোম্পানির ইভিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষণ পরিচালনা করেন মার্কেন্টাইলের রিজোনাল ইনচার্জ মুজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ডিভিশনাল ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী, এসভিপি ও নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী,এম নাছির উদ্দিন পঞ্চায়েত , সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাওলানা ইউসুুফ।

Rudra Biswas
11 Views · 4 months ago

⁣বিমানবন্দর থেকে বাসভবনের পথে বেগম খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে জনতার উত্তাল স্রোত…

রিপোর্টার
রুদ্র বিশ্বাস

Md Ismail Hossain
29 Views · 4 months ago

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

Mohammad Fakrul Moula
23 Views · 4 months ago

⁣“১৯৯০-এর স্বৈরাচারবিরোধী
আন্দোলনে বেগম জিয়ার
নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার
ভূমিকা আজও প্রশংসিত।"

“বেগম খালেদা
জিয়া শুধু একজন রাজনীতিক নন—

তিনি হয়ে উঠেছেন একটি আদর্শ, একটি অনুপ্রেরণা—বিশেষ করে সেই সব নারীদের জন্য, যারা নেতৃত্ব দিতে চায়, সমাজ ও রাষ্ট্র
গঠনে ভূমিকা রাখতে চায়।”

লন্ডন থেকে দেশে ফিরেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

Mamun Sorder
19 Views · 4 months ago

⁣দেশে ফিরছেন খালেদা জিয়া, বিমানবন্দরে বাড়তি সতর্কতা

Gourob Shaha
16 Views · 4 months ago

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

⁣পিকনিক এর জন্য চাদা না দেওয়ায় সাভারের কালিয়াকৈরে বিএনপির নেতা মুজাম্মেল ফকিরের ছেলে রাজন ফকির দোকানিকে মারধর।

Al Mamun Gazi
3 Views · 4 months ago

⁣তাহলে প্রশ্ন ওঠে—শুধু একচেটিয়াভাবে জামায়াত-শিবিরের বিরুদ্ধেই কেন অপপ্রচার চালানো হলো?

ঘটনায় তো কেবল জামায়াত-শিবির নয়, স্থানীয় বিএনপি এবং সাধারণ অনেক মানুষও যুক্ত ছিল। তবুও দেখা গেল, বারবার লক্ষ্যভ্রষ্টভাবে দায় চাপানো হলো কেবল জামায়াত-শিবিরের ওপর। সবচেয়ে অবাক করার বিষয়, লিস্টের কিছু বিএনপি-সমর্থিত ভাইয়েরাই ঝাঁপিয়ে পড়লেন জামায়াত-শিবিরের বিরুদ্ধে পোস্ট আর স্ট্যাটাস দিতে।

এই জগতে হায়!
যা কিছু ঘটে, তার অর্ধেকের জন্য দায়ী করা হয় জামায়াতকে,
আর বাকি অর্ধেকের জন্য শিবিরকে!

(শিবিরের উপর দায় দিয়ে দাও)

MD JAHANGIR ALAM
5 Views · 4 months ago

⁣হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদ ও
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে কিশোরগঞ্জের বাজিতপুরে মশাল ও বিক্ষোভ মিছিল করে বৈষ্যম বিরোধীছাত্র আন্দোলন বাজিতপুর উপজেলা।

মিনহাজুল বারী
19 Views · 4 months ago

⁣বগুড়ায় বোরো ধানের বাম্পার ফলন; হাসি ফুটেছে চাষির মুখে

Sumon Hawlader
33 Views · 4 months ago

৫/৫/২৫, বিকেলের চিত্র এটি। প্রগতি সরণি ৫ মে

⁣সাংবাদিকদের কাঠের চশমা খুলতে বললেন শিল্পী নাসির !

Mohammad Fakrul Moula
41 Views · 4 months ago

⁣গ্যাং কালচার ও সহিংস রাজনীতি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অনেক সময় রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে তরুণ গ্যাং সদস্যদের ব্যবহার করেন—পথসভা নিয়ন্ত্রণ, বিরোধীদের হুমকি দেওয়া, কিংবা নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করার জন্য। এর ফলে গ্যাং সংস্কৃতি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আরও সংগঠিত ও সহিংস হয়ে উঠছে।

Md Ismail Hossain
52 Views · 4 months ago

⁣চট্টগ্রামের সুন্নীদের সাথে পুলিশের সং/ঘ/র্ষ |

Md Ismail Hossain
6 Views · 4 months ago

⁣ভোলার তজুমদ্দিনে বিএন‌পির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, আহত ৬

Md Ismail Hossain
23 Views · 4 months ago

⁣গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

Imran Hossain
5 Views · 4 months ago

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী টানেল প্রান্ত চাতরী চৌমুহনী এলাকার সড়ক অবরোধ করা হয়েছে। সোমবার সকাল থেকে চলা এই সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।


সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত আনোয়ারা ও কর্ণফুলী প্রান্ত চাতরী চৌমুহনী এলাকার স্থানীয় সুন্নী জনতা ও ছাত্রসেনার নেতাকর্মীদের ব্যানারে সড়কে বিভিন্নস্থানে ওপর বসার টেবিল ও বাঁশ রেখে অবরোধ করা হয়। সড়কে অবস্থান নিয়ে অবরোধকারী ব্যক্তিরা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে শ্লোগান দেন। অবরোধে প্রায় কয়েক হাজার সুন্নী জনতা অংশ নেন।
বিক্ষোভে বক্তব্য দেন ডিআইএম জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আলকাদেরী, আবদুর রহিম, মোরশেদ আলম মুন্সি, মাওলানা নাজিম উদ্দীন, মোজাম্মেল হক, শাহাদাত, এনামুল হক, শায়ের আলী জিন্নাহ, নাছির উদ্দীন, ইসমাইল, মুফিজ প্রমূখ।


জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়াদরাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এরআগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতা-কর্মীরা।

শাহাজাদ ইসলাম
67 Views · 4 months ago

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষকের ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন।

Mamun Sorder
311 Views · 4 months ago


সংসদে দাঁড়িয়ে হাসিনা বলেছিল, "গায়ে রঙ মেখে হেফাজত নেতাকর্মীরা শুয়েছিল" অসলেই কি তাই? ভিডিও দেখুন

ছয় থেকে সাত বছর পর রাস্তার কাজ আসলেও এখনো শেষ হয়নি রাস্তা সম্পূর্ণ অংশের কাজ ভোগান্তিতে সাধারণ জনগণ।

Mohammad Tayabul Islam
38 Views · 4 months ago

⁣রইস হত্যার প্রতিবাদে সড়ক অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিচ্ছে

Md Shahidul Islam
15 Views · 4 months ago

⁣সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয়,বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান,জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা সহ বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দুই দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখা।

সোমবার (৫ই মে) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীরা নিজ নিজ আদালত চত্ত্বরে অবস্থান করে কর্মবিরতি পালন করেন।

এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান বলেন ২০১৮ সাল থেকে দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী তোলা হয়েছে, দাবীর বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে।

আলোচনায় দাবী বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তিনি বলেন অন্তবর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে গত ১২ নভেম্বর ২০২৪ তারিখ কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দুই দফা দাবী উত্থাপন করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক জমাকৃত প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি।

এসময় তিনি বলেন সরকারের পক্ষ থেকে তাদের দুই দফা বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে আজ এ কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রধান উপদেষ্টা সামির হোসাইন,উপদেষ্টামন্ডলীর সদস্যগণ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মচারী।

Belhaj Badhon
14 Views · 4 months ago

⁣বড়াইগ্রামে সামান্য সবজি চুরির অভিযোগে বৃদ্ধাকে বেধে রাখে গ্রামবাসী
প্রকাশ থাকে যে, এই বৃদ্ধার দীর্ঘদিন যাবত এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত। শেষ পর্যন্ত তাকে আটক করা হয় এবং মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

Rudra Biswas
29 Views · 4 months ago

কুয়েট অডিটরিয়ামে, শিক্ষার্থীদের নিয়ে সভা করেছেন কুয়েট এক্টিং ভিসি
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস

Belhaj Badhon
35 Views · 4 months ago

⁣নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

MD JAHANGIR ALAM
670 Views · 4 months ago

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলা ৫০ শয্যা সরাকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ দুদকের অভিযান, নিম্ন মানের খাবার ও ডাক্তার সংকটের অভিযোগ প্রমানিত, তাছাড়া অধিকাংশ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জানালেন দুদকের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামী, কিশোরগঞ্জ। এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুস সালেহীন জানান যে খাবারের টিকাদার প্রতিষ্ঠানকে নিম্ন মানের খাবার সরবরাহের কারণ দর্শানোর নোটিশ করা হবে।

Akm Kaysarul Alam
86 Views · 4 months ago

⁣ডিভোর্সের পর স্বামী স্ত্রীর ফোন আলাপ। সন্তান কার কাছে থাকবে। পুনরায় বিয়ে ফোনালাপ ।

মিনহাজুল বারী
14 Views · 4 months ago

⁣বগুড়া সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Badsha Alamgir
10 Views · 4 months ago

⁣কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি জেলে


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে পৃথক তিনটি স্থান থেকে মদ, হেরোইন ও ট্যাপেন্টা ডল সহ ৩ জন আটক।

গতকাল ৪ মে ২০২৫ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পৃথক তিনটি স্থান থেকে, ১০ বোতল চোরাই মদ, ২০ পিচ ট্যাপেন্ডা ডল, ৩ পুরিয়া হেরোইন সহ তিন জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সিপাই নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়ার তিনটি আলাদা জাইগা থেকে আলাদা আলাদা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল সাত্তার (৫৫), মো: শাওন রেজা (৩২), হাসিনা (৩২)

এসময় কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মোবাইল কোর্ট পরিচালনা করে, ফৌজদারী কার্যবিধির ২৪৫ এ ২৫৮ ধারায়, মোঃ আব্দুল সাত্তার(৫৫) কে, ৪০ দিনের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। মোঃ শাওন রেজা (৩২) কে, ১৪ দিনের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। হাসিনা (৩২) কে, ৪ দিন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে একদিন বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে।।

Rahmatullah Ashik
23 Views · 4 months ago

⁣নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন ৩৫ নামের যুবকের মরা দেহ উদ্ধার করেছেন। রোববার ৪ মে দুপুর ২ টার দিকে তার মরা দেহ উদ্ধার করে পুলিশ।

Juwel Hossain
148 Views · 4 months ago

⁣সিরাজগঞ্জ শহরের দুই মহল্লার মধ্যে হঠাৎ সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনির সহযোগিতায় নিয়ন্ত্রণে আনেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Imran Hossain
11 Views · 4 months ago

চট্টগ্রামের কর্ণফুলীতে বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

রোববার সকাল থেকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে সৈন্যারটেক এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় আন্দোলন শুরু হয়।

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল ছয়টা থেকে আন্দোলনে নামেন ওই কারখানার শ্রমিকেরা। সর্বশেষ দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছিলেন। এরআগে সকাল ছয় থেকে নয়টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকেরা।

এসময় দেখা যায়, নারী শ্রমিকেরা সড়কের উপর বসে আছে। প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়কে গাড়ি আটকে থাকে। সকাল পৌনে নয়টায় সেনাবাহিনীর একটি দল এসে শ্রমিকদের সড়কদের উপর থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এছাড়া সকাল সাড়ে নটায় সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি দল এসে শ্রমিকদের সাথে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন।

কারখানার শ্রমিক মোহাম্মদ ইসমাঈল বলেন, শ্রমিকদের গত মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এরবাইরেও অনেক শ্রমিক আছে যারা কয়েকমাস ধরে বেতন পাচ্ছে না। আমরা সারা মাস কাজ করেও পরিবারের মুখে খাবার তুলে দিতে পারিনা।

তিনি আরও বলেন, আমাদের শ্রমিকরা বছরের পর এখানে কাজ করছে। তাদের বেতনবৃদ্ধিও করা হচ্ছে। বেতন বৃদ্ধির কথা বললেই তারা চাকরী থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

কারখানার আরেক শ্রমিক নজরুল ইসলাম বলেন, আমরা কোন মাসেই ঠিকমতো বেতন পাইনা। মাসের শুরুতে বেতন চাইতে গেলে বলে ‘সময় হলে বেতন পাবে, না হলে চাকরি থেকে চলে যাও।’ আমরা কোথায় যাব? চাকরী করেও বেতন পাই না। পরিবারকে জবাব দিতেও পারিনা।

বিভিন্ন দাবি আদায়ে শ্রমিকরা এই আন্দোলন থেকে কয়কটি দাবি তুলে ধরেছে শ্রমিকরা তারমধ্যে রয়েছে, পূর্বের সকল বকেয়া পরিশোধ করা, শ্রমিকের বেতন বাড়ানো, ১-১০ তারিখের মধ্যে পূর্ণ বেতন পরিশোধ, এছাড়া কোনো শ্রমিককে চাকরি থেকে অব্যহতি দিলে তাহলে ঐ শ্রমিকের প্রাপ্য টাকা সরকারি নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা।

কারখানার নারী শ্রমিক সুফিয়া বেগম বলেন, আমরা কারখানায় চাকরি করি পেটের দায়ে। তারা রমজান মাসেও আমাদের উপর চাপাচাপি করেছে। আমরা ইফতার করার সময় পর্যন্ত পাইনি। কথায় কথায় আইডি কার্ড কেড়ে নিয়ে আমাদের চলে যেতে বলে। পরে কারখানার সামনে কান্নাকাটি করলে তারা আবার চাকরিতে ফিরিয়ে নেয়।

একাধিক শ্রমিকরা বলেন, আমরা আমাদের পাওনা বেতন ও নায্য অধিকার চেয়ে আন্দোলনে নেমেছি। কারখানা কর্তৃপক্ষ বা কারো ক্ষতি করতে নয়।

কারখানার স্টোর সেকশনের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্তৃপক্ষ কেন আমাদের বেতন দিতে পারছে না? কাজ তো থেমে নেই, শ্রমিকদের বাধ্যতামূলক পাঁচ ঘন্টা অভারটাইম করানো হচ্ছে। তারপরেও কেন সঠিক সময় বেতন দেবে না?

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা করে শ্রমিক সালাহউদ্দীন বলেন, আমরা পেটের দায়ে মাঠে নেমেছি। আমরা যারা আন্দোলনে এসেছি তাদের হয়তবা চাকরি হারাতে হতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সহায়তা করুন এবং চাকরির নিরাপত্তা দিন।

কারখানার মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. রুম্মান ইমাম বলেন, শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে শীঘ্রই। প্রসাশনের সহায়তায় শ্রমিকরা কাজে ফিরেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়েছে। শিগগিরই দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে, এমন আশ্বাসে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, গোল্ডেন সন লিমিটেড নামক এই কারখানায় ২০টি আলাদা ইউনিটে হাজারও শ্রমিক কাজ করে। কারখানায় ইলেকট্রনিক ফ্যান, বিভিন্ন খেলনা, পারফিউম সহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয় বলে শ্রমিকরা জানা যায়।

Akhi Islam
75 Views · 4 months ago

⁣শহীদ জিয়ার দল করলে বেহেশতে যেতে পারবা

Juwel Hossain
29 Views · 4 months ago


রামাইডাঙ্গা বিলের প্রায় শত বিঘা সরকারি জমি অবৈধ দখলের অভিযোগে এলাকাবাসীর সাংবাদ সম্মেলন

Rudra Biswas
98 Views · 4 months ago

খুলনা নগরীর বাগমারা এলাকায়
গো/লা/গু/লি.....
তথ্যচিত্র
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা।

Rudra Biswas
42 Views · 4 months ago

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল চেয়ে নজরুল ইসলাম মঞ্জুর করা মামলার শুনানি নি‌য়ে যা বল‌লেন বা‌দী ...
তথ্যচিত্রে
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

Mamun Sorder
206 Views · 4 months ago

⁣চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময়ের জামিন ঘিরে বিক্ষোভ

Akm Kaysarul Alam
19 Views · 4 months ago

ভেষজ, হার্বাল, আয়ুর্বেদিক, ইউনানি ও অর্গানিকসহ নানা নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেদার বিক্রি হচ্ছে ক্ষতিকর ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস।
যেগুলো তৈরিতে নেই কোনো অনুমোদন। মানা হচ্ছে না চিকিৎসা বিজ্ঞানের কোনো নিয়ম-কানুন। ‘শতভাগ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও বিফলে মূল্য ফেরতে’র ঘোষণা দিয়ে ফেসবুকের সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করেছে জীবনঘনিষ্ঠ এসব ভুয়া পণ্য।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে নকল ও ভেজাল পণ্য সেবনে অসংখ্য মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এক রোগ সারাতে গিয়ে তারা আরও নতুন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বেশ কিছুদিন ধরে যুগান্তরের পক্ষ থেকে ফেসবুকের বেশ কয়েকটি পেজ অনুসরণ করে ভেষজ ওষুধসহ জীবনের জন্য প্রয়োজনীয় অনুমোদনহীন পণ্য বিক্রির সত্যতা মিলেছে। ওষুধজাতীয় এসব পণ্য মার্কেটিং করার পন্থাও বের করেছে তারা। একেকজন বিশেষজ্ঞ সেজে পেজে এসে পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন গবেষণার বরাত দিয়ে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করছেন।

মিনহাজুল বারী
34 Views · 4 months ago

⁣বগুড়া সোনাতলা প্রাইভেট কার ও ভটভটি সংঘর্ষে নিহত ১

মিনহাজুল বারী
20 Views · 4 months ago

⁣বগুড়ায় মোটর শ্রমিক নেতাকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Mohammad Fakrul Moula
19 Views · 4 months ago

⁣কারবালা একটি মৃত্যু নয়, এটি এক নবজাগরণ। ইমাম হুসাইন (রা.)-এর রক্তে ইসলাম পুনর্জন্ম লাভ করেছিল। তাঁর আত্মত্যাগের বার্তা আজও জাগ্রত করে আমাদের বিবেককে, এবং অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। তাই বলা হয়, “প্রতিটি যুগে কারবালা ঘটে, প্রতিটি জমিনেই একজন হুসাইন থাকে।”

sk shahrier hossen
41 Views · 4 months ago

⁣শিবচরে যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে

Mohammad Fakrul Moula
1,433 Views · 4 months ago

⁣অতীতের ছায়া যখন বর্তমানের ঘাড়ে:

যখন আমরা দেখি একজন স্বৈরাচারী নেতা ইতিহাসের মতোই আবার ক্ষমতায় উঠে আসেন, যখন যুদ্ধের নামে আবার ধ্বংস নেমে আসে কোন এক দেশে, তখন আমরা বুঝতে পারি—সময় আসলে ঘুরে ফিরে সেই পুরনো পথে হেঁটে চলেছে। আমরা ভুলে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে শুরু হয়েছিল, উপনিবেশবাদ কতটা ধ্বংস এনেছিল, কিংবা গণআন্দোলন কীভাবে নিস্তব্ধ করা হয়েছিল।

রাজধানীর পুরানা পল্টনের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভানোর জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম।

⁣বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব” প্রতিপাদ্যের আলোকে শনিবার (০৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করেন সাতক্ষীরার সাংবাদিকরা।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

তিন নদীর মোহনা সিলেটের জকিগঞ্জ এ অবস্থিত।

⁣সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Juwel Hossain
20 Views · 4 months ago

⁣সিরাজগঞ্জে মিনি ‘আয়নাঘর’, উঠে এলো নির্যাতনের ভয়াবহ তথ্য

সিলেটের ঐতিহ্যবাহী কলেজ মুরালি চাঁদ। সকলের কাছে যা এমসি কলেজ নামে পরিচিত এমসি কলেজে প্রতি বছরের ন্যায় আবারো বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রাকৃতিক নশ্চর্যের লীলাভূমি সিলেট। এর মধ্যে সিলেটের সাদা পাথর অন্যতম। প্রতিদিন লাখো লাখো পর্যটক আছেন এখানে।

Md Siyam
21 Views · 4 months ago

০৩ মে রোজ শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা চত্ত্বরে স্কাউট অফিস উদ্বোধন করা হয়।

Tariqul Taj
83 Views · 4 months ago

⁣কক্সবাজার সমুদ্রসৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের বল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে দেখা যাচ্ছে। সৈকতের সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে।


১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিও দেখে মনে হচ্ছে বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে গেছে।


তবে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে।


গোলাম মোর্তজা বলেন, ‘সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারাসহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত।’


এব্যাপারে ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মুকিত বলেন, ‘এধরনের ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে, ফুটবল পেলেই জব্দ করা হবে।’

Rahmatullah Ashik
27 Views · 4 months ago

⁣আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে আজ আবার প্রকম্পিত হলো রাজশাহীর মাটি।

Abdulmalek
24 Views · 4 months ago

⁣রাখাইনে করিডোর দিলে কতটা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ?

Golam Maula Rony
31 Views · 4 months ago

⁣শেখ হাসিনার বিরুদ্ধে ডঃ ইউনুসের যুদ্ধ ! কে জিতবেন ! কে হারবেন !

Golam Maula Rony
62 Views · 4 months ago

⁣হঠাৎ হাসিনা কেন চুপ ! তিনি কি নিজ ইচ্ছায় মুখ বন্ধ রেখেছেন ! নাকি মোদীর পরামর্শে মুখে তালা মেরেছেন !

Rabiul Alam
22 Views · 4 months ago

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটিতে এবছরে প্রতিপাদ্য বিষয়ছিলঃ গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা জরুরী। এর মূলবিশ্লেষন হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া। এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই ‘উইন্ডহক ডিকলারেশন’ ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

কুমিল্লাতে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা দিবসটি পালন করেছে। ৩মে শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাও রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এই বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন,প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুলের মালা গলায়দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যারা সম্মননা পেলেন তারা হলেন এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল কুমিল্লার জমিন এর সম্পাদক ও টক শো উপস্থাপক শাহাজাদা এমরান, ও সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল,সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি,পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন,বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সহ সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সেসব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় সাম্প্রতিকসময়ে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্থ হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবসে সে কথাই বলছে।

⁣সদর হাসপাতালে ভাং*চুর এর ঘট*নায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক এর বক্তব্যে

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।

Johirul Islam
3 Views · 4 months ago

নাঙ্গলকোট উপজেলা ইসলামী আন্দোলনের কমিটির গঠন

⁣বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে দৈনিক প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Jewel Azzam
63 Views · 4 months ago

⁣হেফাজত ইসলামের সমাবেশ শেষে বৃষ্টিতে ভিঁজে সমাবেশ স্থল ত্যাগ করছেন কর্মীরা


#news #update #hefhazoteislam

⁣সাতক্ষীরায় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্যে রাখছেন মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Mamun Sorder
35 Views · 4 months ago


সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঢল

Mohammad Fakrul Moula
17 Views · 4 months ago

#motivational
এই কথাটি শুধু প্রসাধনী পণ্যের ক্ষেত্রেই নয়, বরং আধুনিক সমাজ ব্যবস্থার অনেক দিকেই প্রযোজ্য। আজকের সমাজ যেন এক রঙিন মোড়কে মোড়া বাস্তবতার বিকৃতি, যেখানে বাহ্যিক চাকচিক্য, ব্র্যান্ডিং ও ‘পারফেকশন’-এর আড়ালে লুকিয়ে আছে অনেক অসত্য, প্রতারণা ও অন্তঃসারশূন্যতা।

Akm Kaysarul Alam
9,291 Views · 4 months ago

⁣⁣⁣রংপুরের পীরগাছায় মুরগীকে ধ'র্ষ'ণে'র অভিযোগে মামলা

Abdul Aziz
10 Views · 4 months ago

আখাউড়া থেকে সিলেটগামী রেলপথে চুরির ঝুঁকির কারণে যাত্রীদের নিরাপত্তার উপর সন্দেহের কথা জানান৷ প্রশাসনের অবহেলা এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতা কারণে রেলপথে চরম অব্যবস্থা রয়েছে৷

Foysal Ahmed Sourov
18 Views · 4 months ago

আইনের তোয়াক্কা না করে, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিদিন দৈনন্দিন জীবনের চলাচলের রাস্তা নষ্ট করে
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়ন এর দুরাকুটির রেলব্রিজ এলাকায় জমজমাট মাটি বিক্রয়ের বাণিজ্য, নেই কোন প্রশাসনিক তৎপরতা,

⁣সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি'র জরুরি সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Hossain Mahmud
146 Views · 4 months ago

⁣নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ!
অংশগ্রহণকারীরা কিশের দাবিতে এসেছেন তা জানেনা!

⁣জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক সাতক্ষীরা।

Md Sahadat Hossain
43 Views · 4 months ago

⁣দাওয়াতে ইসলামির এজতেমায় যা দেখা গেলো আপনি অবাক হবেন

SHARIF MIA
24 Views · 4 months ago

সাভার বারুইপাড়া সিসিটিভি গেট সংলগ্ন এখানে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করেছে

SHARIF MIA
511 Views · 4 months ago

বসুন্ধরাতে একটি ছেলেকে দুই নারী মিলে অমানবিক নির্যাতন কখনো চাবুক দিয়ে মেরেছে কখনো শিল জুতা পায় দিয়ে তার উপরে লাফাচ্ছে ।

মিনহাজুল বারী
579 Views · 4 months ago

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পদ নিয়ে মিথ্যাভাবে দাবি তোলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাধারন সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ‘যায়যায়দিন’ পত্রিকা ও বাংলা টিভির সাংবাদিক ইমরান হোসাইন লিখন নিজেকে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করেন। এঘটনায় সোনাতলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ কার্যনির্বাহী সদস্য ও সকল সদস্য তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দাবী করেছেন— এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর।
এঘটনায় প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিন জানান, পূর্বে অর্থ কেলেঙ্কারির অভিযোগে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে ইমরান হোসাইন লিখনকে প্রেসক্লাবের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়। এরপর সদস্যদের সম্মতিক্রমে শহিদুল ইসলাম শাহিনকে সভাপতি এবং লতিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এখনও পর্যন্ত সক্রিয় ও বৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, লিখনের এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার সোনাতলার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

Jewel Azzam
3,129 Views · 4 months ago

⁣আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। মঞ্চ তৈরির কাজ চলমান

Belhaj Badhon
164 Views · 4 months ago

⁣নাটোরের বড়াইগ্রামে বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন

Mohammad Fakrul Moula
9,944 Views · 4 months ago

⁣কামের তাড়না নয়, পশুত্ত্বের নগ্ন উল্লাস
ধর্ষণ—এই একটি শব্দেই লুকিয়ে আছে লজ্জা, ভয়, ঘৃণা আর অসহায়তা। সমাজ যখন এ শব্দটি শুনে মুখ ঘুরিয়ে নেয়, তখন একজন ভুক্তভোগীর জীবনে নেমে আসে এক অবর্ণনীয় অন্ধকার। কিন্তু প্রশ্ন হলো, ধর্ষণ কি কেবলই এক মুহূর্তের কামের তাড়না? নাকি এটি কোনো গভীরতর অমানবিকতা, এক বিকৃত মানসিকতার প্রকাশ?
মানব শরীরে কামনাবাসনা স্বাভাবিক। কিন্তু সেই কামনা যখন নিজের সীমা অতিক্রম করে অন্যের স্বাধীনতা ও সম্মতিকে পদদলিত করে, তখন তা আর কামনা থাকে না—তা পরিণত হয় এক নির্মম সহিংসতায়। ধর্ষণ তাই শুধুমাত্র যৌনতার অভিপ্রায় নয়, বরং এটি ক্ষমতা, আধিপত্য ও বিকৃত সুখের রূপ। এটি এক প্রকার পশুত্ত্ব, যেখানে মনুষ্যত্ব বিসর্জিত হয়, বিবেক নষ্ট হয়, আর মনুষ্যসমাজ কলঙ্কিত হয়।

Mehedi Hasan
32 Views · 4 months ago

⁣একটি সেবা কেন্দ্রের মানবতা এতোটাই নিষ্ঠুর যে একজন অসুস্থ রোগীর পরিচয় না পাওয়ায়- রাতের আঁধারে ফেলে দিয়ে আসবে।

ঘটনা টি
মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত২/৩ দিন আগে ছবির এই অজ্ঞাত ছেলেটি শারীরিক অসুস্থ অবস্থায় ভর্তি দেখা গেছে । তার পরিচয় পেতে ফেসবুক ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে প্রচার ও হয়েছে।
আজ _ সকালে ৯ টার দিকে তাকে মাদারীপুর - শরীয়তপুর মহাসড়কের আড়িয়াল খাঁ নদীর
উপর অবস্থিত। আসমত আলী খাঁন সেতুর সংলগ্নে রাস্তার পাশে ঘাসের মধ্যে স্থানীয় জনগণ দেখতে পায়।
যা ইতিমধ্যে ফেসবুক ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয় টি- মাদারীপুর জেলা প্রশাসনকে দ্রুত দেখে ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইলো।

SHARIF MIA
5,648 Views · 4 months ago

শরীয়তপুর সখিপুর থানাদিন বাজারে ১ কেজি গাজাসহ অটোরিকশা চালক আটক

Badsha Alamgir
30 Views · 4 months ago

নানা আয়োজনের মধ্যে দিয়ে ⁣কুষ্টিয়ায় পালিত হলো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

Abdullah Ibne Khalid
19 Views · 4 months ago

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন ২০০৭ সালে সেনা সামর্থিত সরকারের সময়ে দায়ের কৃত মামলায় সাজাপ্রাপ্ত হন। সেই মামলায় গত মঙ্গলবার ঢাকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি, শ্রমিকদল সহ অন্যান অঙ্গসংগঠনসমূহ পৃথক পৃথক মিছিল বের করে। তারা সকলে তুহিনের মুক্তির দাবি জানান।

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার (১ মে) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

mdzasimuddin
27 Views · 4 months ago

আজ পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হয় শহরের কেন্দ্রস্থলে। শ্রমিকরা নানা দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে দিত সমবেত হন।

Abdullah Al Mamun
26 Views · 4 months ago

বিএনপি নেতারা ময়লাওয়ালাদের কাছে সকাল ছয়টায় এসে চাপাতি ঠেকিয়ে চাঁদা চায় ! এই জিল্লু চাঁদা দে !

Rahmatullah Ashik
28 Views · 4 months ago

⁣শ্রমিক 'দের সাথে দূর ব্যবহার দীর্ঘদিনের-এটার পরিবর্তন হওয়া উচিৎ একজন শ্রমিক কষ্টে পড়ে দিন মজুর হয়, আমি নিজেও শ্রমিক আমি একন কাজ করে খাই! আমি এখন ও শ্রম বিক্রি করি বলে মন্তব্য করেন- ফজলে হুদা বাবুল, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ও সভাপতি বদলগাছী উপজেলা বিএনপি ।

Md Siyam
20 Views · 4 months ago

নাটোর গুরুদাসপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নাটোর -৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম

Rahmatullah Ashik
20 Views · 4 months ago

⁣মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।
বদলগাছী উপজেলা শ্রমিক দলের উদ্যোগে।
রালি ও আলোচনা সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (জনাব) ফজলে হুদা বাবুল। যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি কৃষক দল, ও সভাপতি বদলগাছী উপজেলা বিএনপি'।

Rudra Biswas
19 Views · 4 months ago

⁣অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

Salahuddin Ahmed
33 Views · 4 months ago

মহান ⁣মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

SHARIF MIA
356 Views · 4 months ago

⁣ইনি হলেন ভাবতা গ্রামের ইয়ার আলী ডাক্তার, যিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা করার পাশাপাশি আসসিফা ট্রাস্ট নামের একটা চ্যারিটি ফান্ডের উপস্থাপক। ভিডিওতে অত্যাচারিত মহিলাটি তাঁর স্ত্রী, প্রথম স্ত্রী। ডাক্তার বাবু দ্বিতীয় বিবাহ করেছেন প্রকাশ্যে ও সামাজিক ভাবেই। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল করা হচ্ছে, কিন্তু কেনো?

দীর্ঘদিন ধরেই ডাক্তার বাবু নিজের দ্বিতীয় বিবাহের ব্যাপারে তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট করে এসেছেন। আজকেই একজনের ফেসবুক ওয়ালে স্ক্রল করতে করতে দেখলাম ডাক্তার বাবুর প্রথম স্ত্রীর লিখিত বক্তব্য অভিযোগও বলতে পারেন। বলা যেতে পারে তিনি তাঁর এই ব্যক্তিগত বিষয়টা নিজে থেকেই প্রকাশ্যে এনেছেন, আমি বা আমরা তাঁর সাক্ষ্য মাত্র।

এইতো কিছুদিন আগেই ডাক্তার বাবু হাদীসের উপর একটা কু মন্তব্য করেছেন, যেটা তর্ক বিতর্কের মাধ্যমেই সম্মানীয় ইমাম সাহেবতাঁর বুদ্ধিতার সঙ্গে মিটিয়ে নিয়েছেন।

ডাক্তার বাবুকে দেখে একটা কথা বুঝতে পারলাম টাকার অহংকার যদি পতনে বিবর্তিত হয় তাহলে সম্মানের অহংকার ধ্বংসে। সেদিন আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বর্ণিত হাদীসকে অপমান করলেন আর আজ দেখুন আপনার নামের পাশের ওই ডাক্তার কথাটাও লজ্জিত হয়ে গেছে।


রিপোর্টার :শরীফ মিয়া

Salahuddin Ahmed
18 Views · 4 months ago

চাকুরি জাতীয়করন বেতন বৃদ্ধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে আগের নিয়মে পৌর কর্তৃপক্ষের অধিনে কাজসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আজ ১লা মে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে

Mohammad Fakrul Moula
22 Views · 4 months ago

⁣১লা মে, যাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়, এটি শুধুমাত্র একটি দিন নয়; এটি একটি প্রতীক—শ্রমিক অধিকার, সংগ্রাম, আত্মত্যাগ এবং ন্যায্যতার দাবি নিয়ে গড়ে ওঠা একটি বৈশ্বিক আন্দোলনের স্মারক। ১৮৮৬ সালের ১লা মে, আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হন। এই রক্তাক্ত অধ্যায় শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত হয়। সেই থেকে বিশ্বব্যাপী এই দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

Al Mamun Gazi
18 Views · 4 months ago

অভয়নগর, যশোর:
মহান ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, অভয়নগর নোয়াপাড়া শিল্পাঞ্চল শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন স্থান ঘুরে র‌্যালিটি শেষ হয় স্থানীয় একটি মিলনায়তনে, যেখানে অনুষ্ঠিত হয় শ্রমিকদের অধিকার, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি গুরুত্ববহ আলোচনা সভা।

বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের নিরাপত্তা, মজুরি বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকারের পাশাপাশি মালিক পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি।”

আয়োজক সংগঠন আন্তর্জাতিক শ্রম দিবসের চেতনাকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শ্রমজীবী মানুষের মঙ্গল কামনা করা হয়।

SHARIF MIA
340 Views · 4 months ago

সিলেট বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানে আগুন ধরে যায়।




Showing 44 out of 45