শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০৯/২০২৪ ০২:২৭পি এম

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শ নিয়ে বক্তারা আলোচনা করেন। আলোচনায় আখেরি নবী ও রাসুল হজরত মুহাম্মদ (দ.) এর জন্ম ও ওফাতের দিন ১২ই রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শৈশব থেকেই তিনি তার সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, বিচক্ষণতা, দয়া-ক্ষমা-সহিষ্ণুতাসহ অনুপম চারিত্রিক গুণাবলীর জন্য আরব সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন। বিশ্ব জগতের রহমত হিসেবে মহান আল্লাহ তায়ালা রাসুল হজরত মুহাম্মদ (সা.) কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ কারণে তাকে ‘রহমাতুল্লিল আলামিন’ বলা হয়। সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, প্রিয়নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম সব মুসলিমের জন্য অনুকরণীয়। বিদায় হজের ভাষণে হজরত মুহাম্মদ (সা.) যে উপদেশ বাণী দিয়ে গেছেন তা মানবজাতির মুক্তিসনদ হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ