আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ০৫:০৬পি এম
তাহসানের রোহিঙ্গা শিবির পরিদর্শন: মানবিক বার্তা দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন
বছরের শুরুতেই বিয়ের খবরে আলোচনায় আসেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে ছিল ব্যাপক চর্চা। বিয়ের পর ৭ জানুয়ারি তারা হানিমুনে যান মালদ্বীপে। এই দম্পতির বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর রোজা সম্প্রতি মালদ্বীপের একটি স্থিরচিত্র পোস্ট করেছেন।
তবে ভক্তদের নজর কেড়েছে তাহসানের অন্য এক মানবিক দিক। গতকাল বৃহস্পতিবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এই পরিদর্শনের অভিজ্ঞতা ও স্থিরচিত্র তিনি শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে।
তাহসান ক্যাপশনে লিখেছেন, "গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনের জন্য লড়াই করা মানুষদের কাছ থেকে পাওয়া গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম আমি দেখেছি, তা অবর্ণনীয়।"
তিনি আরও বলেন, "শরণার্থীরা বারবার কষ্টের মুখোমুখি হলেও তাদের ধৈর্য আমাকে মুগ্ধ করে। ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।"
মানবিক বার্তা দিয়ে তাহসান প্রমাণ করেছেন, শুধুমাত্র শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন এবং দায়িত্বশীল মানুষ হিসেবেও তিনি অনন্য। তার এই উদ্যোগ ভক্তদের অনুপ্রাণিত করেছে।