বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ১১:৩৮এ এম

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন: পাঁচ বছরের শিশুর করুণ মৃত্যু

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন: পাঁচ বছরের শিশুর করুণ মৃত্যু
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি, যেখানে প্রাণ হারিয়েছে পাঁচ বছরের একটি শিশু। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে জি-ব্লকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান জানান, "আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এর মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় পাঁচ বছরের শিশুটির। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।"

অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন পুলিশ ও স্থানীয় রোহিঙ্গাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক বসতবাড়ি।

এই ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পুনর্বাসনের দাবি জানাচ্ছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ