আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ০৫:৩৪পি এম
শেখ পরিবারের রক্তেই দুর্নীতির বীজ: টিউলিপ সিদ্দিককে নিয়ে রিজভীর বিস্ফোরক মন্তব্য
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, শেখ পরিবারের রক্ত থাকার কারণেই যুক্তরাজ্যের এই এমপি দুর্নীতিতে জড়িয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত একটি স্মরণ সভায় এ কথা বলেন তিনি। এই সভাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।
রিজভী বলেন, "লন্ডনে বড় হওয়া এবং লেখাপড়া করার পরেও টিউলিপ সিদ্দিক তার জেনেটিক দুর্নীতির ছায়া থেকে বের হতে পারেননি। শেখ পরিবারের রক্ত থাকা মানেই দুর্নীতির ছাপ।"
রূপপুর প্রকল্পে ঘুষের অভিযোগ
রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে ৪০০ কোটি মার্কিন ডলার ঘুষ নিয়েছে। তিনি দাবি করেন, এই টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের মাধ্যমে মালয়েশিয়ার একটি ব্যাংকে পাচার করা হয়েছে।
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্ন
রিজভী আরও বলেন, "শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তাহলে কীভাবে ভারত তাকে আশ্রয় দিয়েছে? একজন স্বৈরাচার এবং দুর্নীতিবাজকে কেন ভারত সহ্য করছে?"
মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান নিয়ে সমালোচনা
রিজভী দাবি করেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমান করেছে এবং তাদের দলের ভেতরে রাজনৈতিক উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, "শেখ মুজিবুর রহমান তার পরিবারের দুর্নীতি এবং স্বজনপ্রীতি নিয়ন্ত্রণ করতে পারেননি।"
এটিএম খালেদ হত্যার বিচার দাবি
সভায় রিজভী এটিএম খালেদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, "একজন প্রখ্যাত ছাত্রনেতা এবং মুক্তিযোদ্ধার বিচারহীনতা আমাদের জন্য লজ্জার।"
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং অন্যান্য নেতারা।
বিশেষ মন্তব্য
রিজভীর এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। শেখ পরিবারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এবং তার চাঞ্চল্যকর বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।