শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ১২:০১পি এম

খেজুরের রসের প্রলোভনে মর্মান্তিক মৃত্যু! গোপালগঞ্জে তিন বন্ধুর প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়

খেজুরের রসের প্রলোভনে মর্মান্তিক মৃত্যু! গোপালগঞ্জে তিন বন্ধুর প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে খেজুরের রস পান করতে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে চড়ে যাত্রা করা তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান, আর অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের বিশাল নাগ (১৬), দীপু দাস (১৫) ও পিংগলিয়া গ্রামের মো. হৃদয় মৃধা (১৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধুরা শখের বসে খেজুরের রস খেতে গিয়েছিল এবং খুব ভোরে তারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পথিমধ্যে হিরণ্যকান্দি এলাকায় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি ঘটে যখন ওই জায়গায় কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ