শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ০৫:২৩পি এম

মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের স্টারশিপ রকেট: ইলন মাস্ক বললেন, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত’

মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের স্টারশিপ রকেট: ইলন মাস্ক বললেন, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত’
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ আবারও ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পর রকেটটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে ভেঙে পড়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এবং আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রকেটের এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ফ্লাইট পরিচালনায়ও ব্যাঘাত ঘটিয়েছে। উল্লেখ্য, এটি স্পেসএক্সের দ্বিতীয় রকেট ভেঙে পড়ার ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্পেসএক্স জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি ভেঙে পড়ে। প্রতিষ্ঠানের মতে, এই ধরনের পরীক্ষা থেকে প্রাপ্ত শিক্ষা ভবিষ্যতে সাফল্যের পথ দেখাবে। স্টারশিপের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য এমন পরীক্ষার গুরুত্ব অপরিসীম।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।

ইলন মাস্ক এক্সে মন্তব্য করেন, "সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।" এরপর তিনি রকেট উৎক্ষেপণের ভিডিও শেয়ার করেন।

স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে টেক্সাসের বোকা চিকা এলাকা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি স্পেসএক্সের সপ্তম পরীক্ষা ছিল। উৎক্ষেপণের চার মিনিট পর রকেটটি ‘সুপার হেভি’ বুস্টার থেকে বিচ্ছিন্ন হলেও পরবর্তী মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

মার্কিন কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসন (এফএএ) জানিয়েছে, রকেটের ধ্বংসাবশেষের সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনায় নিয়ে ফ্লাইটগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ‘সুপার হেভি’ বুস্টার সফলভাবে উৎক্ষেপণস্থলে ফিরে এসেছে।

বিশেষজ্ঞদের অভিমত:
স্টারশিপের এই ব্যর্থতা ইলন মাস্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও মহাকাশ গবেষণায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মহাকাশ শিল্পে সাফল্যের মূল চাবিকাঠি প্রতিটি ব্যর্থতা থেকে শেখা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ