আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০১/২০২৫ ০৪:৫০পি এম
হাজারীবাগে ফিনিক্স লেদারের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট!
রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা ২টা ১৪ মিনিটে সাততলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত চামড়াজাতীয় পণ্যের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১২টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চলছে এবং আগুনের ভয়াবহতা কমাতে সব ইউনিট সক্রিয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, ভবনে আটকা পড়া ব্যক্তিদের সবাই নিরাপদে বের হয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহায়তা করছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন।