আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/০১/২০২৫ ০৫:৫২পি এম
তমালিকা কর্মকারের গোপন বিবাহের খবর ফাঁস! জানুন কবে ও কেমন ছিল সেই দিনটি
অভিনয়শিল্পী তমালিকা কর্মকারের বিয়ের খবর দীর্ঘদিন গোপন থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছে। স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পর এই খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গত সোমবার দিনভর এ নিয়ে চর্চা চললেও সঠিক তারিখ নিয়ে ছিল রহস্য। আজ মঙ্গলবার তমালিকা নিজেই জানালেন, কবে এবং কেমন করে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছিল।
তমালিকা জানান, “আমি বিয়ের খবর তখনই জানিয়েছি, যখন থেকে আমি তিন বছর আগে বিয়ে করেছি। বিয়ের পর প্রতিবছর আমি তাঁকে শুভকামনা জানিয়েছি; এবারের ঘটনা বিশেষ কিছু নয়।” জানা গেছে, ২০২২ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাছের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
প্রভীনের সঙ্গে প্রেম ও বিবাহ
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরই তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও তাঁদের এই সম্পর্ক ও বিয়ের বিষয়টি খুব কাছের কয়েকজন ছাড়া কেউ জানতেন না। তমালিকা এবং প্রভীন তাঁদের ব্যক্তিগত জীবনকে সবসময় গোপন রাখতে চেয়েছেন।
তমালিকার যুক্তরাষ্ট্রে জীবন
গত পাঁচ বছর ধরে তমালিকা কর্মকার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরে এলেও সেখানে স্থায়ীভাবে থাকছেন তিনি। ২০২৩ সালে নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে তিনি দেশে এসেছিলেন। এরপর ২০২৪ সালেও দেশে এসেছিলেন ব্যক্তিগত কাজে। কিন্তু যুক্তরাষ্ট্রে তাঁর বিবাহিত জীবন নিয়ে কোনো কথা বলেননি।
ভক্তদের প্রতিক্রিয়া
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তমালিকার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকে তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং তাঁদের দাম্পত্য জীবনের সুখ-শান্তি কামনা করেছেন।
সমাপ্তি
তমালিকা কর্মকারের বিয়ের খবর নিয়ে এতদিন যে রহস্য ছিল, অবশেষে তা স্পষ্ট হলো। তমালিকা ও প্রভীনের সুখী দাম্পত্য জীবন ভক্তদের মনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তমালিকার ব্যক্তিগত জীবনের এই অধ্যায় তাঁর অভিনয়ের মতোই অনুপ্রেরণাদায়ক।