মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ১১:৩০পি এম

বিপদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর: সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি!

বিপদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর: সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি!
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। তার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন, এমন সময় বুকের বাঁ পাশে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হয়।

গত ১৬ জানুয়ারি, ১৭ বছর কারাভোগের পর, লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে খালাস পান। গত ১৪ জানুয়ারি, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় তার খালাসের পর, ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির মাধ্যমে তিনি মুক্তি লাভ করেন। হাইকোর্টের বিচারপতিরা এই রায় দেন এবং বাবরসহ অন্যান্য আসামিরাও খালাস পান।

বাবর ২০০৪ সালে ১০ ট্রাক অস্ত্র আটককরণে জড়িত ছিলেন এবং ২০০৭ সালে গ্রেপ্তার হন। পরবর্তীতে নানা মামলায় দণ্ডিত হন, এর মধ্যে দুটি মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে, চলতি বছরের শেষের দিকে, একে একে এসব মামলায় তিনি খালাস পেয়ে মুক্তি লাভ করেন।

এখন, তার স্বাস্থ্য সমস্যা নিয়ে পরিবার এবং দলের সদস্যরা চিন্তিত। তার দ্রুত সুস্থতা কামনা করছেন দেশবাসী।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ