আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২০/০১/২০২৫ ০২:১৭পি এম
পুলিশ, র্যাব ও আনসারদের কারা কি পোশাক পেলেন?
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য বাদামি রঙ এর পোশাক, র্যাব এর জন্য আকাশি রঙ এবং আনসারদের জন্য নীল রঙ এর পোশাক নির্বাচন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভাশেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আমরা পুলিশ, র্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পোশাক পরিবর্তনে বড় ধরনের অর্থ সংকুলানের সমস্যা হবে না।