আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ০৯:৪৬পি এম
জনগণের সমর্থন না থাকলে রাজনীতি পরিণতি খুঁজে পায় না: তারেক রহমানের সতর্কবার্তা
৫ আগস্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "জনগণ যদি পাশে না থাকে, তাহলে রাজনীতি সফল হয় না। ৫ আগস্ট এর সত্যতা প্রমাণ করেছে।" তিনি আরও বলেন, সামনের জাতীয় নির্বাচন একেবারে সহজ হবে না এবং ভুল করলে জনগণ আবারও প্রতিবাদ জানাবে, যা নেতাদের জন্য বিপদের কারণ হতে পারে।
আজ ১৯ জানুয়ারি, রোববার, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি আরও বলেন, "যতটুকু জানি, জনগণের ক্ষোভ কখনোই উপেক্ষা করা উচিত নয়। ৫ আগস্ট জনগণ দেখিয়েছে যে তারা কখনোই স্বৈরাচারী শাসকদের সহ্য করবে না। তারা স্বৈরাচারী শাসকদের দেশ থেকে পালাতে বাধ্য করে।"
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "জনগণের সমর্থন পেতে হলে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের কাছে আপনাকে যেতে হবে, কারণ তাদের সমর্থন ছাড়া আমরা একদম কিছুই নয়। যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমাদের জন্য কোন স্থান থাকবে না।"
তিনি দলের নেতাদের আরও বলেন, "যতটা সময় আছে, ততটা সময় জনগণের পাশে থাকতে হবে। যারা দেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
তারেক রহমান দলের নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, "তাদের মাথায় থাকতে হবে, যদি অন্য কেউ সরকার গঠন করে, তবে তা বাংলাদেশের জন্য কি ভালো হবে? বাংলাদেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি মাথায় রেখে নিজেদের সঠিক পথ বেছে নিতে হবে।"
এছাড়া তিনি আরও বলেন, "এটা ভুল ভাবা যাবে না যে বিএনপির গ্রাম-গঞ্জে শাখা প্রশাখা রয়েছে, নির্বাচনে আসলেই পরিস্থিতি সহজ হবে না। সব দলকে সতর্ক থাকতে হবে।"
এ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং অন্যান্য নেতৃবৃন্দ।