আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ১২:১৩পি এম
পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে ছুরিকাঘাতে হত্যা, আরেকজন গুরুতর আহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় রাসেল নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
শনিবার (গতকাল) রাত ১২টার দিকে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হৃদয় হাজীপুর এলাকার সওদাগর বাড়ির সেলিমের ছেলে এবং পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
কীভাবে ঘটলো ঘটনা
হৃদয়ের পরিবার জানায়, কয়েকদিন আগে হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে বাবু (৩৫) নামের এক ব্যক্তি ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। বাবু, চৌমুহনী গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির বাসিন্দা। টাকা ফেরত চাইলে বাবু বিভিন্ন তালবাহানা করতে থাকেন।
শনিবার রাতে বাবু আশিকের বন্ধু হোসেন ও সাগরকে আটকে রেখে মারধর করেন। এই খবর পেয়ে হৃদয় ও রাসেল ঘটনাস্থলে যান। চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে বাবুর সঙ্গে তাদের দেখা হলে কোনো রকম কথা ছাড়াই বাবু হৃদয় ও রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চিকিৎসা ও মৃত্যু
স্থানীয়রা তাদের দ্রুত চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরির গভীর আঘাতের চিহ্ন ছিল। আহত রাসেল এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশি পদক্ষেপ
বেগমগঞ্জ মডেল থানার এসআই আবু তাহের জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবুকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
শেষ কথা
একটি সামান্য পাওনা টাকা চাওয়ার ঘটনায় এমন ভয়াবহ হত্যা সমাজে চরম অস্থিরতার উদাহরণ। অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।