আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০২/২০২৫ ০৪:৪৩পি এম
নিখোঁজ স্কুলছাত্রী সুবা অবশেষে উদ্ধার! রহস্যময় ঘটনার পর্দা উন্মোচন
নওগাঁ থেকে উদ্ধার হলো নিখোঁজ স্কুলছাত্রী সুবা! রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশের হস্তক্ষেপে তার সন্ধান মিলেছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ২ দিনের উৎকণ্ঠার পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সুবা জানিয়েছে নিজের সুস্থতার কথা।
ভিডিও বার্তায় সুবা জানায়, “আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।” এদিকে, পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা নওগাঁ পৌঁছালে সুবাকে তাদের হাতে হস্তান্তর করা হবে।
নওগাঁয় পাওয়া গেলো সুবাকে! পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা
মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্যমতে, নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে নওগাঁয় দেখা যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে।
মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছিল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুবা। পরে সেই ছেলের সঙ্গে নওগাঁতে চলে যায় সে।
পুলিশের অনুসন্ধান: প্রেমিকের সঙ্গেই পালিয়ে ছিল?
মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, নিখোঁজ হওয়ার পর সুবার বাবা ইমরান রাজীব থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরই পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুবার অবস্থান সম্পর্কে ধারণা পায়। ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে কথা বলছে সুবা, এবং পরে সেই তরুণের সঙ্গে নওগাঁয় চলে যায় সে।
ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ!
এর আগে, সুবার মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে সুবা। কিন্তু গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। এরপর পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় এবং সোমবার আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরণের প্রশ্ন উঠেছে। সুবার নিখোঁজ হওয়ার পেছনে আসল রহস্য কী? সে কি কারও প্ররোচনায় পালিয়েছে নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? পুলিশের তদন্ত শেষ হলে হয়তো সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপাতত পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে সুবা।