আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৮/০১/২০২৫ ০৪:০২পি এম
বিএনপি: সুসময়ে চরিত্র ধরে রাখে, দুঃসময়ে পালিয়ে যায় না
নরসিংদী: বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, “বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়েও পালিয়ে যায় না। ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে ফেলে পালিয়ে যায়নি বিএনপি। ১৯৭৫ সালে বাংলাদেশের সংকটময় মুহূর্তে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে পুনর্গঠন ও পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছিলেন।”
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা
আব্দুল কাদির ভূইয়া আরও বলেন, “৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিএনপির শাসনামলে দেশের অর্থনীতি ও সামাজিক ন্যায়বিচার শক্তিশালী হয়েছিল। গত ১৭ বছরে জনগণের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা এবং মিডিয়ার অধিকার নিশ্চিত করতে বিএনপি আপসহীনভাবে কাজ করেছে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনায় সংসদে একটি উচ্চকক্ষ তৈরি করা হবে, যেখানে সমাজের জ্ঞানী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা এমপি ও মন্ত্রীদের পরামর্শ দেবেন। আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চাই, যেখানে দিনের ভোট দিনেই হবে, মাস্তানদের দখলদারিত্ব থাকবে না, এবং প্রশাসন কোনো বিশেষ দলের পক্ষ নেবে না।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা
তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে দেশকে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অবৈধ কার্যকলাপ থেকে মুক্ত রাখবে। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা বিএনপির নেতা হাজি আব্দুল কুদ্দুস ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের বিশেষ উদ্যোগ
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেষ কথা: বিএনপি তার ঐতিহ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের সংকট মোকাবিলায় সবসময় প্রস্তুত। দেশ ও জনগণের কল্যাণে বিএনপি আগামী দিনেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।