শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৯:৪০পি এম

ভাসানচর থেকে পালানোর চেষ্টা, আনোয়ারায় আবারও আটক ১২ রোহিঙ্গা!

ভাসানচর থেকে পালানোর চেষ্টা, আনোয়ারায় আবারও আটক ১২ রোহিঙ্গা!
ভাসানচর থেকে পালানোর চেষ্টা, আনোয়ারায় আবারও আটক ১২ রোহিঙ্গা!
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসার সময় চট্টগ্রামের আনোয়ারায় ১২ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আনোয়ারার পরুয়াপাড়া এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকায় পালানোর চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা জানান, ভাসানচরে জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক বলেন, “স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে কর্ণফুলী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।”

এর আগে গত ২ জানুয়ারি পারকি সমুদ্রসৈকতের কাছ থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। একইভাবে, গত ১৯ ডিসেম্বর ২৫ রোহিঙ্গা পালানোর সময় আটক করা হয়েছিল।

ভাসানচর থেকে পালানোর এ ধরনের ঘটনা রোহিঙ্গাদের মানবেতর জীবনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ