শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৯:২২পি এম

ব্যাংক কর্মচারীকে হাতকড়া পরিয়ে মাইক্রোতে তুলে লুটপাট, ১৬ লাখ টাকা উধাও!

ব্যাংক কর্মচারীকে হাতকড়া পরিয়ে মাইক্রোতে তুলে লুটপাট, ১৬ লাখ টাকা উধাও!
সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামে চাঞ্চল্যকর একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখকে হাতকড়া পরিয়ে, মারধর করে এবং চোখ বেঁধে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। আফজাল শেখ ভবানীপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারী। লিখিত অভিযোগে জানা যায়, ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেটের এজেন্ট কামাল শেখ বিষয়টি থানায় অভিযোগ দায়ের করেছেন।

আফজাল শেখ জানান, তিনি নিমতলা শাখা থেকে টাকা নিয়ে বাসে করে ইচাপুরা আসেন। পরে ব্যাটারি চালিত মিশুকে চড়ে ভবানীপুরের পথে রওনা দেন। কাঠালতলী গ্রামে পৌঁছালে মাইক্রোযোগে কয়েকজন দুর্বৃত্ত তার মিশুকের গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ফেলে।

আফজাল আরও জানান, হাতকড়া ও চোখ বাঁধার বিষয়ে প্রশ্ন করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে। তারা বলে, “তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় কোর্টে চালান দিবো।” এরপর তারা তার সঙ্গে থাকা ১৫ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় এবং তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আফজাল শেখকে কাঠালতলী এলাকা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ