শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৫:২১পি এম

এনসিটিবি ভবনে হামলার গুজব ও মিথ্যাচার: আইনি ব্যবস্থা নেবেন সাদিক কায়েম

এনসিটিবি ভবনে হামলার গুজব ও মিথ্যাচার: আইনি ব্যবস্থা নেবেন সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম এনসিটিবি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গুজব, মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, “গতকাল এনসিটিবি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আমার ভাই-বোনদের রক্তাক্ত করা হয়েছে! চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও অপরাধীদের সবাইকে এখনো আইনের আওতায় আনা হয়নি।”

তিনি আরো উল্লেখ করেন, “পর্যাপ্ত ভিডিও ফুটেজ রয়েছে, কারা এই ঘটনার ইন্ধনদাতা সেটাও স্পষ্ট। রাজারবাগ দরবার শরিফ থেকে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের আরো সক্রিয় হওয়া প্রয়োজন।”

সাদিক কায়েম বলেন, “একটি মহল এই ঘটনাকে ফ্যাসিবাদী বয়ানে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের বিচারের বদলে ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। সারা দেশের সচেতন ছাত্র-জনতা এই অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”

তিনি সবাইকে সতর্ক করে বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও মিথ্যাচার ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আল্লাহ আমাদের সহায় হোন।”

এই ঘটনায় দেশের সাধারণ জনগণ ও সচেতন ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ। সত্য দিনের আলোর মতো উদ্ভাসিত হবেই।”

বিশেষ দ্রষ্টব্য: প্রশাসনের সক্রিয়তা এবং ন্যায়বিচারের দাবি জোরালোভাবে উঠে আসছে এই ঘটনায়। গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ