শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৫:০৪পি এম

বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সংলাপে যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ: চূড়ান্ত হচ্ছে গণঅভ্যুত্থানের রূপরেখা

বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সংলাপে যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ: চূড়ান্ত হচ্ছে গণঅভ্যুত্থানের রূপরেখা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সর্বদলীয় সংলাপ। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে এ বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

বিএনপির পক্ষ থেকে এ বৈঠকে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, আজ গুলশানের বাসা থেকে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশে রওনা দেবেন সালাউদ্দিন আহমেদ।

প্রথমে বিএনপি এই সংলাপে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলে জানানো হয়েছে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকার এই বৈঠক ডেকেছে। তবে, বিএনপি, জামায়াতে ইসলামী ও গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলের নেতারা জানান যে, বৈঠকের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সংলাপ থেকে আগামী জুলাই মাসে ঘোষিত গণঅভ্যুত্থানের একটি শক্তিশালী রূপরেখা আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ