আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৪:৫৮পি এম
ঘোষণাপত্র তৈরিতে সর্বদলীয় বৈঠক, নেতৃত্বে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
ঢাকা, ১৬ জানুয়ারি:
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুতের লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। বৈঠকের নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪:১৭ মিনিটে তিনি একাডেমিতে প্রবেশ করেন এবং ৪:২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠক চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কি থাকবে ঘোষণাপত্রে?
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আজকের বৈঠকে চূড়ান্ত হবে ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু। এছাড়া, কবে এটি প্রকাশিত হবে এবং সরকার এতে কীভাবে ভূমিকা রাখবে, সে বিষয়েও আজ সিদ্ধান্ত নেওয়া হবে।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত বছরের ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের দলিল সংরক্ষণের প্রস্তাব করে। তাদের দাবি, এই প্রক্লেমেশন জারি ছাড়া বিপ্লবের রাজনৈতিক, আইনগত ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা কঠিন। পরে অন্তর্বর্তী সরকার জানায়, তারা সব পক্ষের সমন্বয়ে এই দলিল জারি করবে।
৩০ ডিসেম্বর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করে। সেখানে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়।
আজকের বৈঠকটি সেই আলটিমেটামের প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ঘোষণাপত্রটি কবে প্রকাশিত হবে এবং এর মাধ্যমে কী বার্তা দেওয়া হবে, তা জানার অপেক্ষায় রয়েছে পুরো জাতি।