শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৪:২১পি এম

১০ টাকার জন্য জীবন শেষ! কেরাম খেলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেলেন মামুন

১০ টাকার জন্য জীবন শেষ! কেরাম খেলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেলেন মামুন
ফরিদপুরে ক্যারাম খেলার সময় মাত্র ১০ টাকা নিয়ে শুরু হওয়া ঝগড়ার জেরে ফারুক ফকির (২৫) নামের এক যুবককে হত্যা করার ঘটনায় প্রধান আসামি মামুন শিকদার (৩৪) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামুনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। তবে মামুন শিকদার বর্তমানে পলাতক রয়েছেন।

১০ বছরের পুরনো ঘটনা
২০১৫ সালের ১৬ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে ক্যারাম বোর্ডের ভাড়া বাবদ ১০ টাকা নিয়ে তর্ক হয় মামুন শিকদার ও ফারুক ফকিরের ভাতিজা আক্তার ফকিরের মধ্যে। উত্তেজিত মামুন প্রথমে আক্তারকে কিল-ঘুষি মারেন এবং চাকু দিয়ে আঘাত করেন। এ সময় আক্তারকে বাঁচাতে এগিয়ে আসেন ফারুক ফকির। মামুন তখন ফারুকের বুকে চাকু দিয়ে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়।

স্থানীয়রা ফারুককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনকে ঘটনাস্থলেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

অপরাধীর বিচার ও রায়
নিহত ফারুকের বাবা শাহ জাহান ফকির ঘটনার দিনই ভাঙ্গা থানায় মামুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২৩ জুলাই তদন্ত শেষে মামুন শিকদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, “এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি উদাহরণ। আমি আশা করি, এর ফলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।”

তবে মামুন জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান, যা রায় কার্যকর করতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিরাপত্তা ও সচেতনতার আহ্বান
ফরিদপুরের এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল, সামান্য বিষয়কে বড় করে তোলা কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানসিক প্রশিক্ষণের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ