শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৩:১০পি এম

প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি

প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি
সর্বদলীয় সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে আয়োজিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের বিষয়ে জানানো হয়। এই বৈঠক বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ওপর আলোচনার পাশাপাশি সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি চূড়ান্ত দলিল প্রণয়ন করা হবে।

অন্যদিকে, এই বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বৈঠকের মাধ্যমে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রেক্ষাপট প্রতিফলিত একটি ঘোষণা তৈরির চেষ্টা করা হবে।

সব দলের মতামত নিয়ে প্রস্তুত এই ঘোষণাপত্র দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ