আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ১২:২৩পি এম
ভারতের কুম্ভমেলায় অদ্ভুত নামের সাধুরা, নজর কেড়েছেন লক্ষ লক্ষ দর্শনার্থীর
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে ৪৪ দিনব্যাপী মহাকুম্ভমেলা, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতগুলোর একটি এই মেলায় এ বছর প্রায় ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হওয়ার আশা করা হচ্ছে। মহাকুম্ভ উপলক্ষে সজ্জিত করা হয়েছে পুরো শহর।
মেলার মূল আকর্ষণ শুধুমাত্র আধ্যাত্মিক আয়োজন নয়, বরং বিভিন্ন প্রান্ত থেকে আসা অদ্ভুতনামী সাধু-সন্ন্যাসীরা। ‘অ্যাম্বাসেডর বাবা’, ‘পরিবেশ বাবা’, ‘রাবড়ি বাবা’, ‘চাওয়ালা বাবা’ এবং ‘ছোটু বাবা’-র মতো সাধুরা তাঁদের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে মেলায় দৃষ্টি আকর্ষণ করছেন।
তাদের নামের মাহাত্ম্য
অ্যাম্বাসেডর বাবা:
মধ্যপ্রদেশের ইনদোরের বাসিন্দা এই সাধু সর্বদা ১৯৭২ সালের একটি ভিনটেজ অ্যাম্বাসেডর গাড়িতে চলাচল করেন। সেই কারণেই তাঁর নাম হয়েছে ‘অ্যাম্বাসেডর বাবা’।
পরিবেশ বাবা:
মহামণ্ডলেশ্বর অবধূত বাবাকে ভক্তরা ‘পরিবেশ বাবা’ বলে ডাকেন। তিনি এখন পর্যন্ত ১ কোটিরও বেশি গাছ লাগানোর জন্য ভক্তদের উদ্বুদ্ধ করেছেন।
রুদ্রাক্ষ বাবা:
নিরঞ্জনী আখড়ার দিগম্বর অজয় গিরি শরীরে ১১ হাজার রুদ্রাক্ষ ধারণ করে পরিচিতি পেয়েছেন ‘রুদ্রাক্ষ বাবা’ নামে।
রাবড়ি বাবা:
শ্রীমহন্ত দেবগিরি ভক্তদের মাঝে রাবড়ি বিতরণ করে ‘রাবড়ি বাবা’ নামে পরিচিত।
চাওয়ালা বাবা:
প্রথম জীবনে চা বিক্রি করা দীনেশ স্বরূপ ব্রহ্মচারী প্রতিদিন ১০ কাপ চা খেয়ে দিন কাটান। ভক্তদের মাঝে ‘চাওয়ালা বাবা’ হিসেবে তিনি বিশেষ সম্মানিত।
ছোটু বাবা:
মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার গঙ্গাপুরী মহারাজ বা ‘ছোটু বাবা’ ৩২ বছর ধরে স্নান না করার কারণে প্রচুর ভক্তের আকর্ষণ হয়েছেন।
মহাকুম্ভমেলা শুধু আধ্যাত্মিকতা নয়, এইসব অদ্ভুত সাধু-সন্ন্যাসীদের মাধ্যমেও প্রতিবারের মতো এবারও মুগ্ধ করছে।