আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ১১:৩২এ এম
আলাস্কা কিনতে খরচ হয়েছিল ৭২ লাখ ডলার, গ্রিনল্যান্ডের জন্য ট্রাম্পের পরিকল্পনা কত বড়?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রথম মেয়াদে এই পরিকল্পনার ইঙ্গিত দিলেও এবার আনুষ্ঠানিক দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। যদিও গ্রিনল্যান্ড কেনার প্রতি ট্রাম্পের এই আগ্রহ নতুন নয়। ২০১৯ সালেও তিনি এই প্রস্তাব দিয়েছিলেন।
তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি প্রথম ঘটনা নয়। ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে মাত্র ৭২ লাখ ডলারে আলাস্কা কিনেছিল আমেরিকা। এবার গ্রিনল্যান্ড কিনতে হলে খরচ কত হতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ও প্রাক্তন অর্থনীতিবিদ ডেভিড বার্কার অনুমান করেছেন, গ্রিনল্যান্ডের দাম হতে পারে ১ হাজার ২৫০ কোটি থেকে ৭ হাজার ৭০০ কোটি ডলার। তবে এটি নির্ভর করবে কৌশলগত গুরুত্ব ও প্রাকৃতিক সম্পদের উপর।
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্নায়ুযুদ্ধের সময়ও ১৯৪৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বিনিময়ে এটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ডেনমার্কের সরকার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
গ্রিনল্যান্ডের অর্থনৈতিক মূল্য নিয়ে বিতর্ক রয়েছে। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, এর সম্পদের মূল্য হতে পারে ১.১ ট্রিলিয়ন ডলার। তবে বার্কার এই ধারণাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্বই এই আলোচনার কেন্দ্রবিন্দু।
এখন প্রশ্ন হলো, আলাস্কার মতো গ্রিনল্যান্ডও কি একদিন যুক্তরাষ্ট্রের অংশ হবে? এই প্রশ্নে বিশ্বজুড়ে চলছে আলোচনা।