বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৫/০১/২০২৫ ০৪:০২পি এম

চার কমিশনের প্রতিবেদন জমা: বিকেলে জানানো হবে বিস্তারিত

চার কমিশনের প্রতিবেদন জমা: বিকেলে জানানো হবে বিস্তারিত
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চার কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিবেদন জমার পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবসহ চারটি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো— নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

এ বিষয়ে বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই প্রতিবেদনগুলো দেশের প্রশাসনিক ও সাংবিধানিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ