আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ১১:২৮এ এম
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: সীমান্তে উত্তেজনা তুঙ্গে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন শহিদুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশি নাগরিক। গতকাল রোববার ভোরে জগতবেড় ইউনিয়ন সীমান্তে এই ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
কীভাবে ঘটলো ঘটনা?
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ৮৫৯ প্রধান পিলারের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে শহিদুলসহ চার-পাঁচজনের একটি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতের কোচবিহারের ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। ভারতীয় গরু চোরাকারবারিরা তাদের সহায়তা করে। ফেরার পথে বিএসএফের রানীনগর ১৬৯ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। সঙ্গীরা তাকে উদ্ধার করে রাতেই রংপুরে গোপনে চিকিৎসার জন্য নিয়ে যান।
বিজিবির প্রতিক্রিয়া
৬১ (তিস্তা-২) বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, আহত শহিদুল ইসলাম গরু পারাপারকারী। এ ঘটনার পর রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
জগতবেড় ইউনিয়নের ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক জানান, শহিদুল ইসলাম ভারত থেকে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
এই ঘটনা সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও চোরাচালান ও সীমান্ত সংঘর্ষের ঘটনাগুলো প্রায়শই উত্তেজনা সৃষ্টি করছে।
(এই নিউজটি আকর্ষণীয় করার জন্য সঠিক তথ্য ও সাম্প্রতিক পরিস্থিতি সংযোজন করা হয়েছে। হেডলাইনটি চমকপ্রদ করার জন্য সংবাদের মূল বিষয়টিকে তুলে ধরা হয়েছে।)