শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ০৪:২৩পি এম

সন্তান নিতে এসে সাবেক স্ত্রীর গলা কেটে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

সন্তান নিতে এসে সাবেক স্ত্রীর গলা কেটে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় সাবেক স্বামী মোস্তফা মিয়ার (৩৫) হাতে লাকী বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় লাকী বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

হত্যার শিকার লাকী বেগমের পটভূমি
লাকী বেগম সারপাড় গ্রামের মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। তার ৬ বছরের একটি ছেলে রয়েছে। জানা গেছে, প্রায় ৮ বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে কাজের সময় মোস্তফার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে পরিবারের অজান্তে বিয়ে করেন। তবে কিছু বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর লাকী আরেকটি বিয়ে করেন, যা কয়েক মাস আগেই ভেঙে যায়।

ঘটনার বিবরণ
সোমবার সকালে সন্তানকে নিতে এসে সাবেক স্বামী মোস্তফা মিয়া লাকী বেগমের ঘরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী বেগম চিৎকার করতে করতে ঘর থেকে বের হলে মোস্তফা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় লাকী বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এসে দেখতে পান, মোস্তফা লাশের ওপর পড়ে রয়েছে।

মোস্তফার শরীরেও ছুরিকাঘাতের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করে মোস্তফাকে আহত অবস্থায় আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য
লাকী বেগমের ছেলে জুনায়েদ (৬) জানায়, তার বাবা মোস্তফা ছুরি দিয়ে তার মাকে হত্যা করেছেন। লাকীর ফুফাতো বোন জেসমিন আক্তার বলেন, লাকী ঘর থেকে চিৎকার করতে করতে বের হলে তার গলা দিয়ে রক্ত ঝরছিল। মোস্তফা ছুরি হাতে বাইরে এসে লাশের ওপর পড়ে যায়।

পুলিশের বক্তব্য
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহমেদ জানান, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোস্তফাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে।এলাকাবাসী মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ