আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১১/০১/২০২৫ ০৬:৪৬পি এম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা: বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। ২২ বছর বয়সী শহিদুল ইসলাম, যিনি শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পালিয়ে এসে বাংলাদেশে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিজিবি ৫৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শহিদুলসহ কয়েকজন চোরাকারবারী রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এই সময়ে বিএসএফ গুলি চালালে শহিদুল আহত হন। ঘটনা ঘটেছে সীমান্তের ১৮২ পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে। স্থানীয়দের মতে, বিএসএফের শ্মশানি ক্যাম্প থেকে কমপক্ষে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ৫ জানুয়ারি ভারতীয় বিএসএফ রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাতে বাধা দেয়। এর ফলস্বরূপ চার দিন ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল এবং বিজিবি-বিএসএফের মধ্যে চারবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে বিএসএফ রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ ঘটনার পর সীমান্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে, এবং পরবর্তী সময়ের জন্য তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে