- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে জাপার মনোনয়ন ফর্ম বিতরন
জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে জাপার দলীয় মনোনয়ন ফর্ম বিতরন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করেছে জাতীয় পার্টির জেলা কমিটি। আজ শুক্রবার সন্ধ্যায় কালিতলাস্ত দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় ওই মনোনয়ন ফরম করা হয়।
সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায় আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
সভায় বক্তব্য দেন দিনাজপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শাহিনুর ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী, দিনাজপুর ২ আসনে এ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর সদর ৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর ৪ আসনে আব্দুল আলিম হাওলাদার ও নুরুল আমিন শাহ্, দিনাজপুর ৫ আসনে সোলায়মান সামি, কাজী আব্দুল গফুর ও এ্যাডভোকেট নুরুল ইসলাম এবং দিনাজপুর ৬ আসনে জাহাঙ্গীর আলম ও এ্যাডভোকেট রেজাউল।
এছাড়াও বক্তব্য দেন ডাঃ আনোয়ার হোসেন, রোকেয়া বেগম লাইজু, লাইসুর আমার লাভলু মমতাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, হাকিমপুর উপজেলা কমিটির নেতা জাহানুর ইসলাম, বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম, কাহারোলের নেতা মনির হোসেন, বিরলের নেতা দুলাল হোসেন এবং নবাবগঞ্জের নেতা সুলতানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই ভোটের মাঠে লড়াই করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে চান তারা।
###
