Susunod

সীমানা নির্ধারণ কুমিল্লা - ২ হোমনা-তিতাস "পূর্ণবহাল" আওয়ামী দোসরদের আনন্দ মিছিলের প্রতিবাদ

20 Mga view· 07/09/25
Md Abu Rayhan
Md Abu Rayhan
1 Mga subscriber
1

⁣সীমানা নির্ধারণ কুমিল্লা - ২ হোমনা-তিতাস "পূর্ণবহাল" আওয়ামী দোসরদের আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি’র তথ্য ও ভিডিওতে বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারিতে কুমিল্লা - ২ হোমনা-তিতাস আসনটি "পূর্ণবহাল" থাকার আনন্দে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হোমনার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

গত ৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ দুলালপুর বাজার, বাসস্ট্যান্ড, চৌরাস্তা মোড়, দৌলতপুর বাজার পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের দুলালপুরের মাটি, সেলিম ভূঁইয়ার ঘাটি, আমার নেতা, তোমার নেতা সেলিম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া বলে স্লোগান দিতে দেখা যায়।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপনে হোমনা - মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন ঘোষণার খবর পেয়ে বিএনপির একটি গ্রুপ ওই রাতেই আওয়ামী দোসরদের নিয়ে এবং শুক্রবার সকালে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করেন। সেই মিছিলের প্রতিবাদেই দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন এ মিছিল করেন।

মিছিলে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন, সহ সভাপতি শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া প্রধান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক, ছাত্রদল সভাপতি নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষক দলের সভাপতি ইয়ানুছ মিয়া প্রধান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, স্বেচ্ছাসেবক দল নেতা দাদন মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম মিয়া, ৬নং ওয়ার্ড ঝগড়ারচর বিএনপির সভাপতি আল-মাসুদ আলমাছ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি হারুন মিয়া, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হজরত আলী, যুবদল সভাপতি রেজাউল করিম উজ্জল, যুবদল নেতা মোস্তাক আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ পরান, ছাত্রদল নেতা সোহেল রানা, হিমেল, রুবেল,

৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি অরুন সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্যামল মাহমুদ, বিএনপি নেতা জাকির হোসেন, খোকন মিয়া, বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম রিপন, কৃষক দল নেতা লোকমান হোসেন প্রমুখসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod