close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

اگلا

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

5 مناظر· 26/09/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 سبسکرائبرز
4
میں سیاست / رائٹس مینیجڈ (RM) لائسنس

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকালে ইনস্টিটিউট চত্তরে সমা্বেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে একই স্হানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের আরেকটি সংগঠন।এসময় দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় তারা।
জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সদর আসনে মনোনিত দলীয় এমপি প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, সদর কমিটির আমির মেহেরাব আলী এবং শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মাওলানা সোহবার হোসেন, সাধারন সম্পাদক মাওলানা খায়রুজ্জামান, অর্থ সম্পাদক ওসমান গনী, আজিজুল হক, যুব নেতা মাসুদ রানা ও সফিকুল ইসলামসহ অন্যান্যরা।
পিআর পদ্ধতি ছাড়া তারা ত্রয়োদশ নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা করেছেন বক্তারা। আওয়ামী লীগের মত জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোষর ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا