close

লাইক দিন পয়েন্ট জিতুন!

اگلا

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ

28 مناظر· 20/04/25
Gourob Shaha
Gourob Shaha
2 سبسکرائبرز
2
میں خصوصی

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ

উপশিরোনাম:
শিক্ষার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং চাকরির নিশ্চয়তা চেয়ে ছয় দফা দাবি উত্থাপন করল শিক্ষার্থীরা।

প্রতিবেদক: গৌরব সাহা, নরসিংদী | Eye News BD

তারিখ: ২০ এপ্রিল ২০২৫

মূল প্রতিবেদন:
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ (তারিখ) এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে ছয় দফা দাবি নিয়ে ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণ ভক্তব্য প্রদান করেছেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের ন্যায্য অধিকার ও শিক্ষাগত চাহিদা পূরণের দাবি জানান।

ছাত্রদের উত্থাপিত ছয় দফা দাবি হলো:
১. টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়ন
২. ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সময়োপযোগী ও বাস্তবসম্মত করা
৩. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
৪. ল্যাবরেটরি ও ক্লাসরুমে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা
৫. হোস্টেল ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন
৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি

ছাত্রদের ভাষ্যমতে, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের কারিগরি শিক্ষার মান বহুগুণে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা আরও দক্ষ হয়ে উঠবে।

এক শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী:
"আমরা উন্নত শিক্ষা চাই, যাতে করে আমাদের হাতে থাকা ডিগ্রি শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব কর্মক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ হয়।"

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا