下一个

কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা, খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার

12 意见· 17/10/25
Rabiul Alam
Rabiul Alam
4 订户
4

⁣কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহটি বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

নিহতের গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কয়েকদিন আগে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা বাসায় ফিরে খাটের নিচে বেডসিটে মোড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তানজিনা আরও জানান, তাদের কয়েকজন স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই কেউ সুযোগ পেয়ে তার মাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个