খায়রুল হকের করা কালো আইন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে– প্রফেসর মো. আমিনুল ইসলাম
2
0
1,675 意见·
31/07/25
在
采访
সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, কিশোর গ্যাং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। এসময় তিনি বলেন, ততকালীন ফ্যাসিস্ট সরকারের সাবেক বিচারপতি খায়রুল হকের করা কালো আইন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
.
তারিখ: ২৮ জুলাই ২০২৫ইং
বার: সোমবার
সময়: বিকাল ০৩.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ প্রফেসর মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
显示更多
0 注释
sort 排序方式