close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বগুড়া শেরপুরে রামাইডাঙ্গা বিলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
3
0
14 ভিউ·
30/10/25
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ ঘটিকার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের রামাইডাঙ্গা বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের সাবা (৮) নামের এক শিশু তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জলাপাই গাছ থেকে জলাপাই পাড়তে গিয়ে বিলে লাশটি দেখতে পায়। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানায়।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার
